Sunday, August 10, 2008
van চালানো
অনেক জিনিস দূর থেকে নিয়ে আসার ছিলো, তাই একটা বড় van ভাড়া করে চালালাম. প্রায় ৫০ মাইল... দিনভোর সেটা চালাবার পরে যখন বন্ধুর সঙ্গে তার গাড়িতে বসলাম, মনে হ'ল যেন বাঁটুল হয়ে গেছি -- এত উপর থেকে বসে চালাবার পর হঠাৎ যেন মাটিতে বসে চালাচ্ছি!
Monday, August 4, 2008
বেশি বন্ধু
কদিন আগে আমার অনেক বন্ধু আসছিল 4th of July-এর দিনে. সবার সঙ্গে দেখা হ'বে বলে তাদের সবাইকে একসাথে ডেকেছিলাম একটা park-এ. শেষে এমন হ'ল যে জনা পঁচিশেক বন্ধু এলো সেই জায়গাতে, অথচ common friend বলতে খালি আমি একা. চার-পঁাচ জনের গোষ্ঠি করে সবাই গল্প করছিলো, আর মাঝখান থেকে আমি অপ্রস্তুত হয়ে পড়ছিলাম -- কখনো এদের সাথে কখনো ওদের সাথে কথা বলছিলাম. বুঝলাম, একসাথে বেশি group of friends ডাকাটা বোকামি.
Subscribe to:
Posts (Atom)