Sunday, June 22, 2008

নতুন laptop

আমার কাছে যতই ভালো laptop থাকুক না কেন, বেশ এই রকম একটা deal দেখলে পরেই খালি মনে হয়, ওইটা চাই. হয়ত কোনোদিন use করবো না, কিন্তু তবুও চাই! বা অমন powerful জিনিস আদউ কচিত কখনও লাগবে, তবুও হাতে পেলে যেন মনে শান্তি হবে. :)

No matter how good a laptop I have, once I spot a deal like this, I constantly feel as if I want that one. Maybe I wouldn't use it so much ever, or maybe I don't really need such a powerful machine, but even then to lay my hands on such a cool thing is a very happy moment. :)

Saturday, June 14, 2008

শীতের দিনে

বেশ হাল্কা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, এমন সময় thermostat বেশি হয়ে গেলে কম্বলটা খুলে খালি গায়ে শুয়ে পড়ি. কিন্তু তার পরেই আবার ঠান্ডা লাগতে আরম্ভ করে. ভোর বেলাতে এটা কিন্তু ঘুমে ব্যাঘাত দেওয়ার বদলে আরো আমেজ করে ঘুম পাড়ায়.

While you're under a soft warm blanket, sometimes the thermostat gets too hot. Then you discard the blanket, but soon you're shivering again. On the wintry dawns, instead of disturbing your sleep, it rather lets you sleep better.

Thursday, June 5, 2008

বিরাগ

ঠিক writer's block নয়, কিন্তু একবার লেখা বন্ধ করলে পরে আবার লিখতে ঠিক ইচ্ছা করে না. কেমন যেন অলস লাগে... দূর বাবা আবার অত ভাববে কে বসে বসে. কিন্তু আবার ক'দিন পরে মনের কথা উথলে বেরিয়ে আসতে চায়; তখন আবার সেগুলো এখানে প্রকাশ পায়.

This is not exactly the case of the writer's block, but sometimes when you stop writing, you feel lazy about the whole thing: who the hell now wants to sit down and think of a blog post to write. But after a few days, the new thoughts want to stir forth... and then they manifest themselves again, here.