Wednesday, July 16, 2008

বেরিয়ে যাও

জীবনে অনেক সময় এমন আসে যখন ঠিক বা ভুল যাচাই করে আপন জনের সাথে কি ভাবে ঠিক ব্যবহার করা উচিত তা বোঝা যায় না. ভেতর ভেতর হয়ত মনে হয়, "এটা ভুল". কিন্তু যদি সামনে কোনো গুরুজন থাকেন বা কোনো প্রিয় বন্ধু থাকে তা হলে মনে দ্বিধা হয়, "এরা ঠিক বলছে না তো... আমার নিজের আত্মসম্মান বাঁচাতে পিয়ে যদি আমি একটা scene create করি, তা হলে এইতে যারা জড়িত নয় এমন কারুর সম্মানে আঁচ লাগবে না তো?". তখন দেখেছি সশব্দ প্রতিবাদ করার থেকে ভালো হল শুধু হেঁটে বেরিয়ে যাওয়া. তাইতে দু পক্ষেরই সম্মান বজায় থাকে অথচ নিজের তরফ থেকে ভীরুর মূক সম্মতি বা অন্যায় সহ্য করাও হয় না.

Many a times in life, it becomes difficult to deal with a situation or a person when your conscience tells you "This is wrong!". Especially so, when the person in front is an elder or a near and dear one, such as a friend. Then we debate, "Although they aren't doing or saying the right thing, if I create an unnecessary scene to save my own self respect, will it hurt the sentiments or the social status of people who are entirely unrelated to the event (those who I care about)? I've noticed that at such scenarios, the best way is to just walk off, so that you don't support it like a coward by remaining silent, and yet you also register your protest.

Tuesday, July 8, 2008

Ludonline কাজ শুরু

Ludo-র কোনো online game version নেই বলে apply করেছিলাম sourceforge-এ নতুন একটা project শুরু করবো বলে... আজকে দেখলাম approve হয়ে গেছে. :) প্রচেষ্টা চালু হল, http://ludonline.sourceforge.net. যদি কারুর join/contribute করার ইচ্ছা থাকে তাহলে আমাকে email করো . কোনোরকম computer programming না জানলেও চলবে. :)

Thursday, July 3, 2008

করলে ভালো করে করো

একটা paper submit করবো ভাবছিলাম একটা conference-এ. কিন্তু সময় মত করি নাই তাই শেষ মুহূর্তে বিশ দিনের কাজ দু দিনে করতে গেলে যা হয় আর কি -- হিমসিম খাচ্ছিলাম. একবার ভাবলাম যা হয় একটা submit তো করি, তারপর দেখা যাবে. কিন্তু তার পর মনে হল, বেকার নিজের-ই নাম খারাপ করবো... accept/publish তো হবেই না, উপর থেকে এই topic-এ নতুন কিছু আবার খঁুজতে হবে. তাই বরঞ্চ পরের conference-এ যা আসবে দেবো ভালো করে.

I was about to submit this paper to a conference. But did not do it on time and thus I was trying to cram 20 days worth of effort into 2 days. I thought I'd submit whatever half-assed work I did just like that to the conference, but then it seemed futile. Let alone the paper getting accepted or published, I'd also have to think of some new ideas to add to the paper for a re-submission. Hence I decided to defer my submission to the next good conference that comes along.