Wednesday, July 16, 2008

বেরিয়ে যাও

জীবনে অনেক সময় এমন আসে যখন ঠিক বা ভুল যাচাই করে আপন জনের সাথে কি ভাবে ঠিক ব্যবহার করা উচিত তা বোঝা যায় না. ভেতর ভেতর হয়ত মনে হয়, "এটা ভুল". কিন্তু যদি সামনে কোনো গুরুজন থাকেন বা কোনো প্রিয় বন্ধু থাকে তা হলে মনে দ্বিধা হয়, "এরা ঠিক বলছে না তো... আমার নিজের আত্মসম্মান বাঁচাতে পিয়ে যদি আমি একটা scene create করি, তা হলে এইতে যারা জড়িত নয় এমন কারুর সম্মানে আঁচ লাগবে না তো?". তখন দেখেছি সশব্দ প্রতিবাদ করার থেকে ভালো হল শুধু হেঁটে বেরিয়ে যাওয়া. তাইতে দু পক্ষেরই সম্মান বজায় থাকে অথচ নিজের তরফ থেকে ভীরুর মূক সম্মতি বা অন্যায় সহ্য করাও হয় না.

Many a times in life, it becomes difficult to deal with a situation or a person when your conscience tells you "This is wrong!". Especially so, when the person in front is an elder or a near and dear one, such as a friend. Then we debate, "Although they aren't doing or saying the right thing, if I create an unnecessary scene to save my own self respect, will it hurt the sentiments or the social status of people who are entirely unrelated to the event (those who I care about)? I've noticed that at such scenarios, the best way is to just walk off, so that you don't support it like a coward by remaining silent, and yet you also register your protest.

2 comments:

Anonymous said...

Correct. Only, to walk out on a situation like that requires a degree of self control that not many possess. It is our natural tendency to shout back, and think later.

Ekhane banglay comment korar upay ache?

Reshmi Mitra said...

So well said. I think the most important thing in life is all about how to say "No" in the right way.